ফ্রিজ কিনে লাখপতি গৃহিনী

২২ জুলাই, ২০২০ ১৮:৩৩  
ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন রাজধানী ঢাকার দক্ষিণ কাফরুলের অধিবাসী সূচনা রহমান। বুধবার (২২ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বর ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে সূচনার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. হুমায়ূন কবীর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের মিরপুর জোনের এরিয়া ম্যানেজার অতনু রায় এবং ক্রেডিট মনিটরিং তাপস রঞ্জন বিশ্বাস প্রমুখ। গত ১৩ জুলাই মিরপুর ১০ নম্বর ওয়ালটন প্লাজা থেকে ২৫ হাজার ২১০ টাকা দিয়ে একটি ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পান গৃহীনি সূচনা রহমান। উপহারের চেক হাতে পেয়ে তিনি জানিয়েছে উপহারের টাকা থেকে কিছুটা তিনি দান করবেন এবং বাকিটা তিন মেয়ের ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন। এর আগে রেওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ছয়জন ক্রেতা। বাকি পাঁচজন হলেন—গাজীপুরের দর্জি ওয়াজেদ আলী, নওগাঁর গামছা বিক্রেতা সোলায়মান হক, রাঙ্গামাটির মুরগির খামারি চাইথোয়াইঅং মারমা, দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রণজিত চন্দ্র রায় এবং চট্টগ্রামের মাছচাষী নাজিম উদ্দিন। প্রসঙ্গত, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেনের আওতায় এই পুরস্কার দিচ্ছে ওয়ালটন। এই প্রচারণায় কোরবানির ঈদ পর্যন্ত লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে দেশী ইলেকট্রনিক্স জায়ন্টটি।